Mod : Jetbus 2 HD
Chassis : Mercedes-Benz OH 1626
Mod Credit : AS x FM
Livery Credit : Auz Creation
এই স্কিনগুলো শুধুমাত্র JETBUS 2 HD AS X FM মোডের MERCY চ্যাসিসের সকল ভ্যারিয়েন্টের জন্য। খেয়াল রাখবেন, JETBUS 2 HD মোড হলেই হবে না, চ্যাসিস MERCY ও AS X FM এর মোড ছাড়া অন্য কোনো মোডের সাথে এই স্কিনগুলো ব্যবহার উপযোগী নয়। নির্দিষ্ট মোড ছাড়া অন্য কোনো মোডে স্কিন ফিট হবে না। ডাউনলোড করতে সবুজ বাটনে ক্লিক করুন।
Download Livery skin:
Download Mod:
- Skin by @Auz Creation
- Auz Creation ছাড়া অন্য কেউ এই স্কিন আপলোড করলে তা অবশ্যই আপত্তিকর বলে গণ্য হবে।
- ফেইসবুক, ইউটিউব ইত্যাদি মাধ্যমে ছবি পোস্ট করলে Skin by Auz Creation লিখতে হবে।
- ফেইসবুকে পোস্ট করলে Skin by লিখে আমার পেইজ Auz Garage মেনশন/ট্যাগ দিবেন। মেনশন/ট্যাগ করার জন্য @ লিখে Auz Garage লিখা শুরু করলে Auz Garage নামের পেইজ পেয়ে যাবেন।
- স্কিন শেয়ার করতে চাইলে এই ব্লগ পোস্টের লিংক দিতে হবে।
- কোনোক্রমেই রি-আপলোড করা যাবে না।
- স্কিন তৈরি করতে অনেকটা সময় চলে যায়। আর স্কিন ডাউনলোড করলে একটু তাকিয়ে দেখিয়েন যে, স্কিনে কত accessories আছে। এতো ঝামেলার পরও আপনাদের থেকে এটুকু সৌজন্যতা কি আশা করতে পারি না যে, Auz Creation কে একটু ক্রেডিট দিবেন!! আপনার পোস্টে ক্যাপশনে Auz Creation, Auz Garage লিখে পরিচিত করাবেন।
যেনো-তেনোভাবে স্কিন সেট করলে হবে না। স্কিন সেট করার নিয়ম নিচের ভিডিওতে দেখানো হলো: